সম্মিলিত পরিষদের মতবিনিময় সভা পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে পূর্ণ প্যানেলকে বিজয়ী করার আহবান

11

সম্মিলিত পরিষদ চট্টগ্রাম ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প মালিকদের নিয়ে মতবিনিময় সভা ওয়েল পার্কে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সম্মিলিত পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য এ এন এম সাইফুদ্দীনের পরিচালনায় ও বিজিএমইএ এর সাবেক ১ম সহসভাপতি ও সম্মিলিত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ১ম সহসভাপতি শাহাব উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, মোহাম্মদ নাছির উদ্দীন আহমদ চৌধুরী, মাঈনুদ্দীন আহমেদ মিন্টু, বর্তমান সহ সভাপতি এ এম সেলিম, বর্তমান পরিচালক মো. মুসা, প্রেসিডিয়াম মেম্বার ও বিকেএমইএ এর পরিচালক শওকত ওসমান, সাবেক পরিচালক সাব্বির মোস্তাফা, সাবেক পরিচালক হেলাল উদ্দিন তুফান, জেমিনি ফ্যাশনের এমডি বাবু প্রদিপ, সিগমা ফ্যাশনের আবুল হাসনাত। বিজিএমই এর মাধ্যমে পোশাক শিল্পের জন্য এই পর্যন্ত যত অর্জন তার সিংহভাগ সম্মিলিত পরিষদের মাধ্যমে অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। বক্তারা সকল শিল্প মালিকদের প্রতি আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের ৩৫ জনকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজিএমইএকে বাঁচাতে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি