সভাপতি সিরাজ ফের গ্রেপ্তার

31

জামিন নিয়ে বের হওয়ার সময় কারাফটক থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। গত সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
গতকাল মঙ্গলবার সকালে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এরপর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গাজী সিরাজকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র জানায়, গাজী সিরাজ নগর ছাত্রদলের সভাপতির পাশাপাশি নগর বিএনপির যুগ্ম সম্পাদক। গত ৯ জুলাই রাতে চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এরমধ্যে শুধু বাকলিয়া থানায় ১২টি মামলা দেখানো হয়। সবগুলো মামলায় জামিন নিয়ে সোমবার সন্ধ্যায় জেল থেকে বের হয় গাজী সিরাজ। এসময় কারাফটক থেকে আটকের পর তাকে আরেকটি নাশকতার মামলায় আটক দেখিয়ে আবার জেলে পাঠানো হয়।