সবাই সচেতন হলে দুর্যোগ মোকাবেলা সহজ হয়

14

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা সুন্দর নিরাপদ চট্টগ্রাম বন্দর নগরী গড়ার চেষ্টা করছি। চট্টগ্রাম প্রকৃতিগতভাবে দুর্যোগের ঝুকিপূর্ণ নগরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হয়ে দুর্যোগ মোকাবেলার চেষ্টা করতে হবে। তবেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। গত মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে বাগমনিরাম ওয়ার্ডস্থ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন আরো বলেন, নগরীর জলাবদ্ধতা সংকটটি প্রকৃতিগতভাবেই আমাদের মোকাবেলা করতে হয়। পাহাড় বেষ্টিত নগরীর কারণে একটু বৃষ্টি হলেই পাহাড় থেকে পানির সাথে বালু নেমে নালা-নর্দমা ভরাট হয়ে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়টি মাথায় রেখে জলাবদ্ধতা নিরসনকল্পে নালা-নর্দমা পরিষ্কারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। তিনি লালখান বাজার, মতির্ঝণা, বাটালিহিলসহ নগরীর অভ্যন্তরে অবস্থিত পাহাড়গুলো থেকে জনবসতি সরিয়ে আনতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়াসহ দূর্যোগ মোকাবেলায় বাগমনিরাম ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহব্বান জানান। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা’র সভাপতিত্বে ও আহিল সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, ডা. সমুন বড়ুয়া, নাছিমা বানু, ডা. বিজয় চক্রবর্তী, শিশির দে, শিমুল মহুরী, লুৎফন্নেছা রূপসা, আইনুল কবির জিতু, তপন দাশ ও মো. সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি