সফলতা নিয়ে ১৫ মাস পর ঘরে ফিরছেন ভারতের কৃষকেরা

6

 

দাবি আদায় করে অবশেষে দিল্লির সীমান্ত থেকে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকেরা। বাতিল হয়ে যাওয়া কৃষি আইনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে শুরু হয় ওই বিক্ষোভ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কৃষকেরা জানিয়েছেন, আগামী শনিবার থেকে বাড়ি ফিরতে শুরু করবেন তারা।
দীর্ঘ দিনের আন্দোলনের সময় গরম, ঠাÐা এবং করোনায় বহু কৃষকের মৃত্যু হয়েছে। উৎপাদিত কৃষি পণ্যের নূন্যতম মূল্যের নিশ্চয়তা নিয়ে মন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে সম্মত হওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় কৃষক ইউনিয়ন। কৃষক নেতা গুরনাম সিং চারুনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামী ১৫ জানুয়ারি আমরা পর্যালোচনা বৈঠক করবো। সরকার যদি প্রতিশ্রæতি পূরণ না করে, তাহলে আমরা ফের বিক্ষোভ শুরু করতে পারি।’ ভারত সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন চালু করলে বিক্ষোভ শুরু করে কৃষকেরা। তাদের আশঙ্কা ছিলো এসব আইনের কারণে কর্পোরেট দাসে পরিণত হবে তারা। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাল্টা দাবি করতে থাকেন যে এসব আইনে কৃষকেরাই লাভবান হবেন।
তবে আন্দোলনের মুখে গত ১৯ নভেম্বর আইনগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন তিনি।