সংবিধানে প্রত্যেক ধর্মের সমান অধিকারের কথা রয়েছে

6

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত চন্দনাইশ উপজেলা। একই পুকুরের একপাশে মুসলিম, অপর পাশে হিন্দু, এমনকি আরেক পাশে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বসবাস করে এবং একই পুকুরে গোসল করে। বাংলাদেশ সংবিধানে প্রত্যেক ধর্মের সমান অধিকারের কথা রয়েছে। যে কাজগুলো করলে মানসিক বিকাশ ঘটে, যুব সমাজ বিপথে পরিচালিত হবেনা। সেই সকল কাজ বৌদ্ধ যুব সংসদের কর্মকর্তাদের করার আহবান জানান। হাজার বছরের অসাম্প্রদায়িক ইতিহাস নিয়ে বাঙালী জাতি গড়ে উঠেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রীর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে।
গত ২৭ মে বিকালে বাদামতল মাসুমা কনভেনশন হলে চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে এক আলোচনা সভা উপ-সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধক ছিলেন শীলরক্ষিত মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, সোমানন্দ মহাস্থবির, দেবানন্দ মহাস্থবির, ধর্মনান্দ মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, এল অনুরুদ্ধ মহাস্থবির, প্রজ্ঞানন্দ স্থবির, বোধিমিত্র স্থবির, ড. সুমনপ্রিয় স্থবির, তিষ্যমিত্র ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি এপোলো বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক উত্তম বড়ুয়া, সুব্রত বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল বড়ুয়া।