শ্রী রামচন্দ্রের জন্মোৎসব পালন

30

বাংলাদেশ রাম নবমী উদ্যাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে টেরিবাজার রঘুনাথ বাড়ি অঙ্গনে ২১ এপ্রিল ভোর ৬.৩০টায় প্রার্থনা ও শ্রী রামচন্দ্রের শত নামজপ, ৯টায় মাঙ্গলিক পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন শ্রী রতন চক্রবর্ত্তী। মহামারী থেকে রক্ষার জন্য বিশ্ব শান্তি কামনায় স্বাস্থ্যবিধি মেনে পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি শর্মা’র সভাপতিত্বে সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সুজিত সরকার, সুমন পাল, কৃষ্ণ গোপাল দাশ, তপন কুমার নাথ, সুজন দেব নাথ, শিবু দাশ, কমলেন্দু শীল, পেলিন দেব বাবুন, রাজবীর আকাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব, জীবনাদর্শ চর্চা ও প্রচার’র লক্ষ্যে রাম নবমী উদ্যাপন পরিষদ বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম করে থাকে। বিজ্ঞপ্তি