শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

19


উত্তর জেলা আওয়ামী লীগ
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেরুারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মো. নুর খান, শিক্ষা ও মানব সম্পদক সম্পাদক ইঞ্জি. মেজবাহ উল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, উপদেষ্টা মহিউদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, মনজুর মোর্শেদ ফিরোজ, জেলা যুবলীগ সভাপতি এস এম রাশেদুল আলম, জেলা যুব মহিলা লীগ আহবায়িকা রওশন আরা রত্না, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, সাদাত আনোয়ার সাদী, যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুব মহিলা লীগ যুগ্ম আহবায়িকা এড. জুবাইদা সরোয়ার নিপা, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এর পূর্বে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শোভনদন্ডী ডিগ্রি কলেজ
পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজ ও শোভনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মফজল আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার আবদুল মালেক, শিক্ষা উপকমিটির সদস্য মো. আইয়ুব আলী, কলেজের আজীবন দাতা মো. এরশাদুল আলম। বক্তব্য রাখেন অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক বিধান চক্রবর্ত্তী, এজেডএম আহসান উল্লাহ, মোশাররফ হোসেন ফারুকী, ফারজানা করিম, মো. ওসমান গণি, প্রদীপ চক্রবর্ত্তী, সমীর দেব প্রমুখ।

জাফর আহমদ চৌধুরী কলেজ
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভা কলেজ অধ্যক্ষেে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা মহিউদ্দিন, প্রধান আলোচক ছিলেন জাবি প্রতিনিধি এড. সাইফুদ্দিন আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন মাউশি প্রতিনিধি প্রফেসর মু. আবু তাহের চৌধুরী, বক্তব্য রাখেন অধ্যাপক নিলুমনি শর্মা, অধ্যাপক সবুজ কান্তি দে, অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদ, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক রানা দাশ গুপ্ত, অধ্যাপক মুক্তি বড়ুয়া, অধ্যাপক মু. আবু নোমান, অফিস কর্মকর্তা মুন্সি আবদুর রব ও সৌরভ। সভা পরিচালনা করেন আবুল বশর চৌধুরী ও মোহাম্মদ হারুনর রশিদ।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে গত রবিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি এমপি ও বিটিএফ চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান সানির সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র জাহেদ চৌধুরী, ফটিকছড়ি থানার (ওসি) কাজী মামুদ ইবনে আনোয়ার, ভ‚জপুর থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম ও বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর।

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন
স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধা শীর্ষক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে ২৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মো. মুছা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব
স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহম্মেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সভাপতি মো. ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাফ, অর্থ সম্পাদক জগলুল হুদা রুবেল, যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সিনিয়র সাংবাদিক এম এ কোরেশেী শেলু, সদস্য আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, জাহিদুল ইসলাম আরিফ প্রমুখ।

লংগদু উপজেলা প্রশাসন
লংগদুতে স্বাধীনতা উদযাপন করেছে উপজেলা প্রশাসন। ২৬ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা সদরে সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এর সভাপতিত্বে, লংগদু জোনের প্রতিনিধি ক্যাপটেন ইউ সাব্বির আহমেদ শাকিল, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহানেয়াজ চৌধুরী, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ইফতার মাহফিল আয়োজন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। গত রবিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলএর নতুন কমান্ডার মো. কামাল উদ্দিন।

২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন
স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ির ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয় যামিনীপাড়া জোন। একই সাথে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়ক জোন কমান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকালে জোন সদরে এক বর্ণাঢ্য আয়োজনে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন উপহার ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম। এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সীতাকুন্ড বিএনপি
সীতাকুন্ডে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দীন আশরাফের পরিচালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মো. সুজা উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, শাহাব উদ্দীন রাজু, মো. ইসমাইল, আবু সিদ্দিক বাল্ল্য, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান হিরু, সৈয়দ আনোয়ারুল আজীম মুকুল, জিতেন্দ্র নারায়ণ নাটু, প্রমুখ।

দক্ষিণ জেলা আ.লীগ
স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আ.লীগের আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গত ২৬ মার্চ আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা নেতা আবু সাইদ চৌধুরী, এড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন মো. এমরান, আবদুর রশিদ, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এড. কামরুন নাহার, রাশেদ মনোয়ার, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, নাসির আহমদ চেয়ারম্যান, হায়দার আলী রনি, এম এ মালেক, নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সুরেশ দাশ প্রমুখ।

পটিয়া উপজেলা যুবলীগ
স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দীন বশীর, সদস্য মোহাম্মদ ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, দিদারুল আলম, শাহা আলম মেম্বার, এনামুল হক মজুমদার, সৈয়দ জাবেদ সরোয়ার, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আহামদ নুর সাগর, আবদুর রহিম, খোরশেদ আলম, মনির আহামদ, নজরুল ইসলাম খান, মহিউদ্দীন, ফরিদুল আলম টুটুল, আবদুল করিম, রনধির দে, মোহাম্মদ আলী, হুমায়ন কবির, আবদুল কাদের, মাইমুন চৌধুরী, নুরুল ইসলাম, মোহাম্মদ রাসেল, হারুন মজুমদার, মেম্বার আরিফ উদ্দীন বাবু প্রমুখ।

কর্ণফুলী উপজেলা কালেরকন্ঠ শুভসংঘ
স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে কর্ণফুলী উপজেলা কর্ণফুলী উপজেলা কালেরকন্ঠ শুভসংঘের পক্ষ থেকে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। গত ২৬ মার্চ এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এরপর আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উত্তর জেলা যুবলীগ
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোশাররফ হোসেন, শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর আলম, এরশাদ হোসেন, আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী, মো. ফোরকান, অ্যাড. অহিদুল্লাহ, মো. বাবুল প্রমুখ।

নাজিরহাট কলেজ
হাটহাজারীর নাজিরহাট কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া দিনের কর্মসূচির উদ্বোধন করেন।
পরে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরকে সাথে নিয়ে অধ্যক্ষ মহোদয় বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি প্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন।

হাটহাজারী প্রেস ক্লাব
স্বাধীনতা দিবস হাটহাজারী প্রেস ক্লাব এর উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রেস ক্লারের নিজম্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দফতর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, সদস্য আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন, মো. পারভেজ।