শ্যাম সুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ স্মরণসন্ধ্যা

77

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ‘চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট-সমাজ্ঞী খ্যাত শ্যামসুন্দর বৈঞ্চব ও শেফালী ঘোষ স্মরণে সাহিত্য ও সাংস্কৃতি সন্ধ্যা গত ৬ জানুয়ারী রাতে ভার্চ্যুায়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন লন্ডন প্রবাসী নারী সংগঠক সুগতা বড়ুয়া, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, মুক্তিযোদ্ধা লেখক হামিদুল আজম, শিক্ষাবিদ হুমায়ুন কবির, বিজয় শংকর চৌধুরী, সংস্কৃতিকর্মী নাসরিন সুলতানা প্রেমা, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, ছাত্রনেতা এম. মঞ্জুর আলম, ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, সংগঠক সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট-সম্রাজ্ঞীখ্যাত শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালী ঘোষ। লক্ষ লক্ষ ভক্ত যাদের গানে ছিলেন দিওয়ানা। জীবদ্দশায় এই জুটির জনপ্রিয়তা ছিল ঈর্ষনীয়। কিংবদন্তি এই শিল্পী জুটি দেশের গন্ডি পেরিয়ে চট্টগ্রামের আঞ্চলিক গানকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে। বিজ্ঞপ্তি