শোভা রানী বড়ুয়া স্মরণে সংঘদান

16

রাঙ্গুনীয়ার পূর্ব কোদালা ধর্মাংকুর বিহারের উপাসক প্রয়াত সুনীল কান্তি বড়–য়া সহধর্মিণী ধর্মানন্দ মহাথের’র মা শোভা রানী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া, অষ্টপরিস্কারসহ সংঘদান গতকাল ৮ ফেব্রæয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথেরো, আশীর্বাদক ছিলেন আধারমানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ ও উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথেরো, প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাথেরো, বিশেষ অতিথি জামিজুরী সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ শীলরক্ষিত মহাথেরো, পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ লোকানন্দ মহাথেরো, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাথেরো, পোমরা জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো, বোধিমিত্র মহাথেরো, মহেশখালী কেন্দ্রীয় সৈকত বিহারের অধ্যক্ষ কর্মবীর দয়ানন্দ মহাথেরো, পদুয়া শাক্যমুনি বিহারের অধ্যক্ষ আনন্দশ্রী মহাথেরো, শিলক সুধর্মানন্দ ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ উসুবর্ণ মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, জ্ঞানপ্রিয় থেরো, আনন্দবোধি ভিক্ষু, সুমনপ্রিয় থেরো, রূপানন্দ ভিক্ষু, নন্দসার ভিক্ষু, প্রজ্ঞামিত্র থেরো, জয়সেন ভিক্ষু, সোমানন্দ ভিক্ষু, প্রিয়জিৎ ভিক্ষুসহ আরো অনেক ভিক্ষু শ্রামণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাথুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ পি. লোকানন্দ মহাথেরো। আরো স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শীলক‚প গ্রামের জন্মজাত সু-সন্তান, দান ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী বাবু অজিত বড়–য়া।
অনুষ্ঠান শেষে প্রয়াত শোভা রানী বড়–য়া পালৌকিক সদগতি ও সুখ-শান্তি, নির্বাণ কামনায় পুণ্যদান করেন এবং সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন। বিজ্ঞপ্তি