‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন

4

‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং একাত্তরের জননী রমা চৌধুরীর (১৯৪১-২০১৮) জীবনসংগ্রাম এই নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কবি, সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর ‘পাথরের মূর্তির মতো’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহেদুল আলম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ্রা বিশ্বাস, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, সায়মা জান্নাত, মাশরুর আহমেদ দ্বীপ ও রাবেয়া জামান এঞ্জেলা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুচরিত চৌধুরী, আবহ পরিকল্পক ডা. দীপংকর দে, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্‌ আলম, রূপসজ্জায় শাহীনূূর সরোয়ার এবং নৃত্য পরিকল্পক হেমা বড়ুয়া।