শুধু সনদ অর্জন নয়, নিবিষ্টভাবে জ্ঞানের সাধনা করে যেতে হবে

22

 

নগরীর আছাদগঞ্জ ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গত ৮ ডিসেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশীদ আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত জ্ঞানার্জনের চেষ্টা না করে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল অর্জন ও সনদের জন্য মরিয়া হয়ে উঠছে। জিপিএ প্রাপ্তি বহুগুণ বেড়েছে।
আধুনিক তথ্য প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে জ্ঞানের শক্তিতে উজ্জীবিত হতে হবে শিক্ষার্থীদেরকে। তিনি পঁচাত্তর বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সেরা অবস্থানের কথা তুলে ধরেন এবং পড়াশোনায় সাফল্য অর্জনে নিয়মিত ক্লাসে উপস্থিতির ওপর জোর দিতে শিক্ষার্থীদের তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মাদ আনোয়ার হোসাইন, আল্লামা মাজহারুল ইসলাম নেজামী, আল হাদীস ও ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আল্লামা মতিউল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অধ্যাপক মাওলানা নুরুল আবছার, অধ্যাপক সারওয়াত চৌধুরী, মাওলানা আবদুর রহমান ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, তামান্না সুলতানা, মুহাম্মাদ শামসুদ্দিন, মুহাম্মাদ আল হোসাইন, মুছাম্মাৎ মেহেরুন নেছা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মাদ জাহিদ হোসাইন ও আবি আবদুল্লাহ আদনান। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মাদ হারুনুর রশীদ আশরাফী। বিপুল সংখ্যক অনার্সের শিক্ষার্থী ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।