শীতলা মন্দির সেবক সংঘের মহোৎসব কমিটি

54

শীতলা মন্দির সেবক সংঘের উদ্যোগে মহোৎসব উদযাপনের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার পরৈকোড়া মন্দির প্রাঙ্গণে শীতলা মন্দিরের আহব্বায়ক মিন্টু দাশের আহব্বানে শুভার্থী বাবু ঝন্টুর সভাপতিত্বে মহোৎসব উদযাপন পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
এতে সঞ্চালনা করেন মন্দির সদস্য সচিব শান্ত চক্রবর্তী। মহোৎসব উদযাপন পরিষদে শ্যামল দাশ মিন্টুকে সভাপতি, সিনিয়র সহসভাপতি অক্ষয় চক্রবর্ত্তী, সহসভাপতি সমিত রায়, সাধারণ সম্পাদক মিন্টু দাশ, সহসাধারণ সম্পাদক টিটু চক্রবর্ত্তী ও মানস রায় পুরোহিত, অর্থ সম্পাদক বিদুৎ দাশ, সহ অর্থ সম্পাদক বাস দাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ, সহসাংগঠনিক সম্পাদক নান্টু চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চৌধুরী, সহসাংস্কৃতিক সম্পাদক জয় দাশ, প্রচার সম্পাদক রূপন চক্রবর্ত্তী, সহপ্রচার সম্পাদক ঝন্টু ঘোষ, দপ্তর সম্পাদক রাজীব দাশ আবু, সহদপ্তর সম্পাদক সুজন দাশ শাল্টু, মহিলা সম্পাদক পম্পী বোস, দল ব্যবস্থাপক পলাশ চক্রবর্ত্তী, সহ দল ব্যবস্থাপক দিপঙ্কর দাশ পংকু, ভান্ডাররক্ষক অনিল দাশ মহন্ত, সহভান্ডার রক্ষক স্বপন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি