শীতবস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না

11

চকবাজার ওয়ার্ডে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার গরীববান্ধব সরকার। এই সরকার দরিদ্র দুখী মানুষের কষ্ট বুঝে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে শীতবস্ত্রের অভাবে কাউকে শীতে কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে চসিক নগরীতে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল এব্যাপারে কারো পরীক্ষা নেয়ার অবকাশ নেই। গতকাল সোমবার সকালে চকবাজার ওয়ার্ড কার্যালয়ে ১০০জন অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে ও তারেক সুলতানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নাজিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মুজিবুর রহমান বাবুল, আজম খান, চকবাজার থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব দে, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নাহিদুল ইসলাম জাবেদ, মহানগর ছাত্রলীগের সাইফুল ইসলাম রুবেল, মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ইভান।

মহসিন কলেজ এইচএসসি ৯৪ কমার্স ফ্যাকাল্টি :
গত ৩ বছরের মত এবছরও বিভিন্ন এতিমখানাসহ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে মহসিন কলেজ এইচএসসি ৯৪ কমার্স ফ্যাকাল্টি। সংগঠনটির উদ্যোগে গত বছর ১৬ ডিসেম্বর ১ম ধাপে রাঙামাটির প্রত্যন্ত গ্রামে এবং ৩১ ডিসেম্বর ২য় ধাপে রংপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে গত ২২ জানুয়ারি ৩য় ধাপে ১ম বারের মত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১৩ কোতোয়ালি, চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ত্রাণ কমিটির আহবায়ক জসিম উদ্দিন, গ্রæপের এডমিন মোস্তফা কামাল, আলী মুহাম্মদ শওকত, গোলাপ চৌধুরী, নিকাশ ধর, আবুল কালাম আজাদ, মঈন উদ্দিন, মোহাম্মদ টিপু, নুর হোসেন মিঠু এবং স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসসহ সহকারি শিক্ষিকাবৃন্দ। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের মাঝে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করা হয়।

এড. বাসন্তী প্রভা পালিত :
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া কম্বল অসহায় ও দুস্থদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিতের উদ্যোগে গত ৩০ জানুয়ারী বিকালে উত্তরজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশন আরা বেগম, সাংগাঠনিক সম্পাদক রেজুয়ানা শারমিন, দপ্তর সম্পাদক এড. বিবি আয়েশা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা রহিম বেবী, ধর্ম সম্পাদক সেলিনা আকতার, সদস্য এড. রেহেনা আকতার, লিপি দেওয়ানজী, ফরিদা বেগম নাজমা, নিলিমা বড়ুয়া প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন। সাথে সাথে সকল নেতৃবৃন্দকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সঠিক সুফলতা জনগণের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি