শিশুর মেধার বিকাশ ঘটাতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

88

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য বলেছেন, শিশুর প্রতি অবহেলা না করে পড়ালেখার পাশাপাশি তাদেরকে আনন্দ-বিনোদনের সুযোগ দিয়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। গত ৩ নভেম্বর চট্টগ্রাম শিশু একাডেমীতে আয়োজিত ৪ দিনব্যাপী শিশু আনন্দ মেলা, সাংস্কৃতিক উৎসব, শিশু নাট্য প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও প্রাণ গ্রæপ অব কোম্পানির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৩১ অক্টোবর থেকে ৪ দিন ব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিশু প্রতিনিধি নাজিফা তাজনুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু আনন্দ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরাম’র প্রধান নির্বাহী উৎপল বড়–য়া, বিশিষ্ট লেখক ও গবেষক সামসুল হক ও কিড্স কালচারাল ইন্সটিটিউটের প্রধান নির্বাহী সাহিত্যিক সৌরভ সাখাওয়াত। এছাড়া মেলায় অংশগ্রহণকারী স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে একাডেমির নৃত্য বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি