শিশুর মনোজগৎ গঠনে চাই সুস্থ সংস্কৃতিচর্চা

23

গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর ১১৬তম উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের গৃহীত ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠেয় চতুর্দশ শিশুকিশোর সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৭ জানুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আজকের শিশু কিশোররাই আগামী দিনে দেশের হাল ধরবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জহুর উল আলম, সাংবাদিক হাসান আকবর, বিএফইউজে-এর যুগ্ম মহাসচিব মহসিন কাজী, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম। আলোচক ছিলেন, অধ্যাপক মীর মুহাম্মদ তরিকুল আলম, এম মাকসুদুর রহমান হাসনু, তানভির হোসাইন, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক মুর্শিদুল আলম, মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, নূরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, এইচ আর মেহবুব জিকু, মেজবাহ উদ্দিন, মো শামসুল ইসলাম, মো শফিকুল ইসলাম, অধ্যাপক তাজুল ইসলাম, আরেফিন রিয়াদ, ইউসুফ আলী, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ ওমর ফারুক, মনজুরুল ইসলাম প্রমুখ। সাংবাদিক হাসান আকবর বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোররা আলোকিত জীবনের দিশা পাবে।
বিভিন্ন স্কুল, মাদ্রাসার দুই সহস্রাধিক শিক্ষার্থী ক্বিরাত, হামদ-না’ত, দেশাত্মবোধক গান, মাইজভান্ডারী সঙ্গীত, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা (উন্মুক্ত) এবং চিত্রাংকন (উন্মুক্ত) প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের মধ্যে ছিলেন, মাওলানা আরিফুল মোস্তফা, ইকবাল হায়দার, কল্যাণী ঘোষ, আবদুর রহিম, কল্পনা লালা, সাজ্জাদ তপু, সুতপা চৌধুরী,সলিল চৌধুরী, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, শামিমা ইয়াসমিন, হাসান জাহাঙ্গীর, জয়ন্তী লালা প্রমুখ।