শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন নয়

11

সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় মমতা পরিচালিত নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা (সিপিভি) প্রকল্প এর উদ্যোগে গত ২১ই অক্টোবর শনিবার নগরীর ১৩ নং ওয়ার্ডস্থ টাইগারপাস বহুমূখী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত বিদ্যালয়ের খসড়া মানদন্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজদিক মামুন, সহকারি শিক্ষকগণ, মমতা সিপিভি প্রকল্পের ব্যবস্থাপক মুজতাহিদা কাউছার, মমতা’র অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। সভায় অংশগ্রহণকারীগণ একটি শাস্তিমুক্ত বিদ্যালয়ে কেমন হবে তার মানদন্ড বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং শিশুদের প্রতি যে কোন ধরনের নির্যাতনের বিষয়ে সকলকে সচেতন করার প্রতি গুরত্বারোপ করেন। মমতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪টি ওয়ার্ডে নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা” প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় নগরীর ১৮ টি বস্তি ও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের এমন বার্তাই দেওয়া হচ্ছে, নিয়ন্ত্রণের নামে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি প্রদান তাদের বেড়ে উঠা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। বিজ্ঞপ্তি