শিল্প পুলিশের ভ্যানে ধাক্কা দেয়া বাস চালক গ্রেপ্তার

4

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসচালক নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে একটি বাস পুলিশের পিকআপটিকে ধাক্কা দিলে শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে চালক নাহিদুল ইসলামকে পাহাড়তলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শনিবার (২১ মে) পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় আহত ১৩ জন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।