শিক্ষিত জাতিই পারে সমাজ ও দেশকে এগিয়ে নিতে

16

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, দেশের যে কোন গুরুত্বপূর্ণ কাজে আগে অংশ নেওয়ার রেকর্ড রাউজানের। যার প্রমাণ ইতোমধ্য দেশবাসি পেয়েছে। দেশে প্রথম নিজস্ব অর্থায়ানে রাউজানে সকল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুজিব শতবর্ষে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ম্যূরাল স্থাপন, পরিবেশ রক্ষায় অপচনশীল আবর্জনা ক্রয়, দলীয় স্থায়ী কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন, সরকারি সিদ্ধান্তের আগের রাউজানে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ নানান কার্য সম্পাদন দেশে এখন মডেল। যার কারণে এসব কর্মকান্ডের মধ্য অনেক কিছুই বাস্তবায়নের জন্য সরকারি ভাবে নির্দেশনা প্রদান করার পর রাউজানের এসব কর্মকান্ড নিয়ে দেশ জুরে প্রশংসিত হওয়ার পাশাপাশি অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করল। তিনি গত ১৯ মে বৃহস্পতিবার পাথরঘাটাস্থ বাসভবনে রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা নিকেতন বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাউজান শিক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি তা ধরে রাখতে, সকলকে সচেতন হতে হবে। কারণ একটি শিক্ষিত জাতিই পারে সমাজ ও দেশকে এগিয়ে নিতে। এতে নতুন প্রজন্মকে আমাদের এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচি সভাপতি ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ সভাপতি ও পূর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মেম্বার, শিক্ষানুরাগি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, নিরুপম দাশগুপ্ত, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, সুমন দে, ম্যালকম চক্রবর্তী প্রমুখ।