শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সংবাদ

47

হলদিয়া হযরত এয়াছিন শাহ কলেজ: রাউজান হলদিয়া হযরত এয়াছিন শাহ কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও আলোচনা সভা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে হল রুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ই-লার্নিং বিশেষজ্ঞ আমেরিকার শিক্ষাবিদ অধ্যাপক ড. বদরুল হুদা খান। অধ্যাপক মঈনুল আমিন আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মাহফুজুর রহমান, এমইএস কলেজের সাবেক ভিপি মাঈনুদ্দিন আশরাফী, তরুণ রাজনীতিক আবরার ইয়াছির তৌকি, এসএম বাবর, তৌহিদুল হায়দর চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, আহসান হাবিব চৌধুরী হাসান, জিয়াউল হক চৌধুরী সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনছুর আলম, বিকিরন বড়ুয়া, মো.আবদুল মান্নান, মো. বদলুর রহমান, মঈনুল ইসলাম, আবদুল জব্বার, হোসাইন মাহমুদ, মো. লোকমান, মো.ফারুক।- রাউজান প্রতিনিধি
বারইয়ারহাট আইডিয়াল স্কুল : মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারইয়াহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ২৬ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বারইয়ারহাট আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আবদুল হাই সওদাগরের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও আমিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল শামসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। বিশেষ প্রধান আলোচক ছিলেন মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৬ টি ইভেন্টে দেড়শ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রীড়াতে শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচিত হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজমুল আলম জয় এবং সাংস্কৃৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচিত হয় ২য় শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম ফুয়াদ। – মিরসরাই প্রতিনিধি