শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা বাকশিস’র

19

 

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, আসন্ন ঈদের পূর্বে খন্ডিত উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানে আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি শিক্ষকদের অনুরূপ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ পেনশন, পদোন্নতি প্রদান, উচ্চ মাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষকের স্থলে সহকারী অধ্যাপক পুনর্বহাল, এমপিওভুক্ত শিক্ষকদের সমস্তরে বদলি চালু, অভিজ্ঞ প্রভাষকদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান এবং এমপিওর শর্ত পূরণকারী নন এমপিও ও অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি এবং বেসরকারি কলেজে সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ ধারা বাতিল সহ ১২ দফা দাবিতে-বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামী ২৯ মে সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও পরে চট্টগ্রাম জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে। ২৯ মে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি