‘শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার’

29

চন্দনাইশ প্রতিনিধি

আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রেখেছে। এক সময় স্কুল ভবন ছিল বাঁশের বা মাটির তৈরি জরাজীর্ণ কাঁচা, কিন্তু পড়ালেখা ছিল পাকা। এখন ভবন হচ্ছে পাকা, পড়ালেখা হচ্ছে কাঁচা। টেকসই উন্নয়ন ও গুনগতমানের শিক্ষা বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের কথা চিন্তা করে নারী সমাজকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের অংশীদার হিসেবে দেশের প্রতিটি ক্ষেত্রে মেয়েদের স্থান দিয়ে যাচ্ছেন। আজকের ছাত্র সমাজকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজে, নিজের পরিবার, সমাজ, সর্বোপরি দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। তার ডিও লেটারে মমতাজ বেগম স্কুলটি বালিকা বিদ্যালয় থেকে সহশিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্কুল থেকে মহাবিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। তিনি সাড়ে ১২’শ শিক্ষার্থীদের বসার সু-ব্যবস্থাপনার কথা চিন্তা করে এ বিদ্যালয়ের একটি উর্ধ্বমুখী ও আরও একটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণের বিষয়টি অনুভব করে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
গত ১৫ মে গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের কলেজ ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল হক সিরাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমজাত হোসেন। প্রভাষক মো. নাজিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, প্রভাষক যথাক্রমে শাহাদাত হোসেন, মহি উদ্দীন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, পরিচালনা পরিষদ সদস্য আইনুল হুদা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, কমিশনার যথাক্রমে লোকমান হাকিম, শাহেদুল ইসলাম, শিক্ষার্থী আবজাল হোসেন প্রমুখ।