শিক্ষার্থীদের ইন্টারনেটের অপব্যবহার হতে দূরে থাকতে হবে : মাহবুব হাসান

58

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, জীবনের যে কোন পরীক্ষায় অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে পাশ করলে জীবনে পদে পদে পরাজয়ের গ্লানি বয়ে বেড়াতে হবে। যে সব অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার সময় অনৈতিকতার সুযোগ তৈরি করে দেয় সে সকল মা-বাবা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা স্কুলের ক্লাসে পাঠদানে মনযোগি না হয়ে কোচিং সেন্টারের শিক্ষকদের উপরে পাঠদানের ভরসা করে। তাই দিন দিন শিক্ষার মান নি¤œ পর্যায়ে পদদলিত হচ্ছে। তাই আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়মিত উপস্থিত হয়ে ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নিতে হবে। বর্তমানে পাঠ্যবুক হতে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম ফেইসবুকে আসক্ত হয়ে পড়েছে। ফেইসবুক আসক্তি থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটের অপব্যবহার হতে দূরে থাকে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। আর পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ সুুস্থ রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতি চর্চায় ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে তবেই শিক্ষার্থীরা দেশপ্রেমে যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে। ২৩ জানুয়ারি নগরীর ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের অর্থ উপ-কমিটির আহবায়ক মো. নুরূল মোস্তফার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল হকের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের পক্ষে মোঃ আব্দুল হক, শিক্ষকদের পক্ষে প্রতীক ধর, মোঃ খুরশিদ আলম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সায়দুল ইসলাম, উম্মে সুমাইয়া, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে আয়েশা ছিদ্দিক, ফারহান আব্দুল্লাহ। মানপত্র পাঠ করেন, রায়হান মোস্তফা ও লামইয়া ইসলাম। শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওয়ালের্স কলোনী জামে মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন সাবেরী। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ হতে বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের জন্য শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি