শিক্ষক শ্রীদাম চন্দ্র সমাজের অনুকরণীয় আদর্শ : পীযূষ দত্ত

54

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত বলেছেন, শিক্ষানুরাগী শ্রীদাম চন্দ্র নাথ প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর কোন সম্মানী ভাতা ছাড়াই শিক্ষকতা করে তিনি অনুকরণীয় আদর্শ হয়েছেন। শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের এক অনুকরণীয় আদর্শ। সমাজে তিনি এক অনির্বাণ দীপশিখা। জ্ঞানের আলো বিতরণ করে তিনি সমাজকে আলোকিত করেছেন। বর্তমান অবক্ষয় ও স্বার্থের যুগে শ্রীদামের পরার্থপরতার বিষয়টি অত্যন্ত বিরল। আমরা তাঁকে অনুসরণ করে বড়মাপের মানুষ হতে পারি। মহৎ কর্মের মধ্যদিয়ে তিনি মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবেন। তিনি গতকাল শুক্রবার সকালে প্রখ্যাত শিক্ষাবিদ শ্রীদাম চন্দ্র নাথ স্মরণে ১১তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলাউজান নাথপাড়া ছাত্র-যুব পরিষদ চট্টগ্রাম মহানগরী আয়োজিত নগরীর পুরাতন টিএন্ডটি রোডস্থ বাগীশিক কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠক তপন কান্তি ধর। স্মরণসভায় মঙ্গলদীপ প্রজ্বালন করেন বিশিষ্ট সমাজহিতৈষী অ্যাডভোকেট তপন কান্তি দাশ। গীতাপাঠ করেন সন্ন্যাসী নারায়ণ ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শ্রীরাম আচার্য। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক অনুপম দেবনাথ পাভেল ও অনুষ্ঠানের আহব্বায়ক শিমুল দাশ। অনুষ্ঠানে বেঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেনকে সংবর্ধনা প্রদান করা হয়। স্মরণ সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী প্রকৌশলী সুমন সেন। আরো বক্তব্য রাখেন সমাজসেবক চন্দন দেবনাথ, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সহ-সভাপতি নেলী দে, উত্তম ধর, রুবেল বণিক, প্রীতু মলি­ক, রেশমি ধর, টিটু দাশ, নয়ন নাথ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াতের জ্যৈষ্ঠপুত্র বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে শিক্ষাবিদ শ্রীদাম চন্দ্রের নামে স্মৃতি পাঠাগার খোলা ও শিক্ষা বৃত্তি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি