শহীদ মোজাম্মেলের প্রতি সাবেক ছাত্রনেতাদের শ্রদ্ধা

39

১৯৮৩ সালের ১৫ ফেব্রূয়ারি সামরিক স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে শহীদ মোজাম্মেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আশির দশকের ছাত্র নেতৃবৃন্দ। সম্প্রতি নেতৃবৃন্দ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর প্রাক্কালে তৎকালীন ছাত্রনেতা অধ্যাপক অশোক সাহা, মোঃ গিয়াসুদ্দীন, অধ্যাপক আবু তাহের চৌধুরী ও রাশেদ মনোয়ার বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক অশোক সাহা বলেন, সামিরক স্বৈরতন্ত্র, অগনতান্ত্রিকতা এবং দুর্বিত্ত্বায়িত রাজনীতি লাখো শহীদের বাংলাদেশকে গ্রাস করে আছে। এ অবস্থা থেকে মুক্তি না পেলে জাফর জয়নাল, দিপালী সাহা ও মোজাম্মেলদের আত্নদান অবিরাম অসন্মানিত হতে থাকবে। মোঃ গিয়াসুদ্দীন বলেন, ছাত্রসমাজ এখন বিভ্রান্ত, অতীতের গৌরবগাঁথা সংগ্রামের উওরাধিকার হওয়ার জন্য সুস্থ ধারার ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই বিদ্যমান অচলায়তন ভাংগার সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারে। অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন, ৫২ থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ এবং আশির দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঐতিহ্যবাহী বীর ছাত্র সমাজের শত সংগ্রামের বাংলাদেশকে এখন চেনা বড় দুস্কর। ছাত্রসমাজ ও ছাত্র আন্দোলন নষ্ট ও বিপদগামী করার জন্য চক্রান্তকারীর অভাব নেই। যে কোন মূল্যে ছাত্র সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনার অতীতের ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। রাশেদ মনোয়ার বলেন, স্বৈরাচারী এরমাদ কুখ্যাত মজিদ খান শিক্ষানীতি চাপিয়ে দেয়ার স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে মোজাম্মেল রক্তদান। একটি গনমুখী, সর্বজনীন ও বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা কায়েমের মধ্য দিয়েই শহীদ মোজাম্মেলদের রক্তদানের প্রতিশোধ নিতে হবে।