শব্দের ধনুক

12

 

ক্রমাগত ভেঙে যাচ্ছে নিস্তব্ধতার পাথর
আঁধার নিধনযজ্ঞে তুমুল মেতেছে উচ্চারিত শব্দবারুদ
হাড়পোড়া অগ্নিকুন্ডে জ্বলে ওঠছে সুশান্তির সবুজ সংকেত-

নিসিন্দা আঁধার, ও অন্ধ নিস্তব্ধতা পুড়ে যাও
বোতলবন্দি ভূতের মতো নিস্তব্ধতার মুন্ডূ নিয়ে খেলছি
অশ্রান্ত কাপালিক।অবজ্ঞানিপুণ মৌনীর দল
সযত্নে গুঁজা কানের কার্পাস হারিয়েছে ঈর্ষার বাতাসে
পলকে পলকে আসে দমকা বাতাস।আমি ললাট ছুঁয়ে থাকি সাহসের।
মাটির অতলে গোড়ালিগাঁড়া
বটতরুর বাকলে বটির কোপ
দাঁতালের কামড়
আনাড়ির আঁকা মামুলি কারুকাজ
অশালীন জখমে রক্ত ঝরায়-
তবুও তরুরাজ, ও বটতরু
ছায়া ছড়িয়ে যাও শীতল শীতল

শব্দ আমার যুদ্ধবারুদ, নিস্তব্ধতা পোড়ানোর তরতাজা আগুন

স্বাধীনতার শব্দ উচ্চারণ করি সজোরে
শব্দে শব্দে লিখি অধীনতার নরক পোড়ানোর সার্বভৌম স্মারক,
খোলসের আড়াল ভেঙে বেরিয়ে আসুক গোপন হন্তারক।
শব্দগুলো শব্দ করো
পরানপ্রিয় শব্দগুলো শব্দ করো আরো তুমুল প্রখর,
শব্দে শব্দে জব্দ হোক অবশিষ্ট নখর –