শঙ্খ নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

21

খালেদ মনছুর, আনোয়ারা

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ-বসতঘর। হুমকির মুখে রয়েছে ৬’শ একর জমির আমন চাষাবাদ। চার কিলোমিটারের বেশি বেড়িবাঁধের কিছু অংশ ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। দুই কিলোমিটারের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের পর ব্লক না দেয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয়রা জানায়, জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিত খাল পর্যন্ত চার কিলোমিটার বেড়িবাঁধ কয়েক বছর আগে নির্মাণ করা হয়। নির্মাণের সময় ঠিকাদার অনিয়মের আশ্রয় নেয়ায় বেড়িবাঁধ অনেকটা দুর্বল হয়। তার উপর বেড়িবাঁধে ব্লক নির্মাণ না করায় ঢেউয়ের তোড়ে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে বেড়িবাঁধ। দুই কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে ফাটল ধরেছে। রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলি বাজার পর্যন্ত ১ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক বসত ঘর নদী ভাঙনে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। বর্তমানে আরো শতাধিক ঘর-বাড়ি হুমকির মুখে রয়েছে। এগুলো ছাড়াও চলতি আমন মৌসুমে ৬০০ একর আমন চাষ নদী ভাঙনের হুমকিতে রয়েছে বলে এলাকাবাষী জানায়। আগামী শুষ্ক মৌসুমে বেড়িবাঁধ রক্ষায় উদ্যোগ না নিলে পুরো ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভাঙনের হুমকিতে পড়বে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণির কর্মকর্তাদের বেড়িবাঁধ উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়ম করার কারণে বেশিদিন স্থায়ী হয়নি বেড়িবাঁধ। তাছাড়া বøক না বসানোর কারণেও ডেউয়ের তোড়ে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় ৩ ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কফিল উদ্দিন বাবু ও মোহাম্মদ নুরুন্নবী বলেন, জুঁইদন্ডী ইউনিয়নের বেড়িবাঁধের চার কিলোমিটার শঙ্খ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফলে স্থানীয়দের বসতঘর ও ফসলি জমি ভাঙনের শিকার হচ্ছে। বেড়িবাঁধ রক্ষায় অতি দ্রুত সংস্কার পূর্বক বøক বসানোর দাবি জানাচ্ছি। জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিচ জানান, নদী ভাঙনের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ইতিমধ্যে ভাঙন ঠেকাতে আমি ব্যক্তিগত উদ্যোগে বেড়িবাঁধে মাটি ভরাটের কাজ করেছি। বেড়িবাঁধ রক্ষায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পানি উন্নয়ন বোর্ডকে দ্রæত বেড়িবাঁধের সংস্কার কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেছেন। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, জুঁইদন্ডী ইউনিয়নের ভাঙন এলাকা পরিদর্শণ করে বেড়িবাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।