শঙ্করমঠে স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব

17

সীতাকুÐ শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৭তম আবির্ভাব উৎসব উপলক্ষে গীতাযজ্ঞ ও সনাতন ধর্মসম্মেলন ২৭ নভেম্বর মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মোহাম্মদ দিদারুল আলম এমপি। প্রধান অতিথি ছিলেন এসএন্ডডি মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান শিল্পপতি দিলীপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য দেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শঙ্কর মঠের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সীতাকুÐ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম অরবিন্দ সোসাইটির চেয়ারম্যান রতন ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন শঙ্করমঠ ও মিশন গীতা প্রচার সংঘ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীল। শুভেচ্ছা বক্তব্য দেন শঙ্করমঠ ও মিশনের যুগ্ম সম্পাদক ডা. বাসুদেব দাশ। বক্তব্য দেন সীতাকুÐ প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুÐ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাঈদ, শঙ্করমঠ ও মিশনের সহ-সভাপতি সমীর কান্তি পাল, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রণজিৎ মল্লিক, শঙ্করমঠ ও মিশন চট্টগ্রাম মহানগরের সহ-সম্পাদক অজিত শীল, সীতাকুÐ মেলা কমিটির সহ-সম্পাদক গৌতম অধিকারী, নিতাই দে, দুলাল দে প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি দিলীপ কুমার মজুমদার বলেন, আধ্যাত্মিক জীবন চর্চার মহাতীর্থপীঠ শঙ্করমঠ ও মিশন। মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ শ্রীমদ্ভগবদ্‌গীতা প্রচারের মাধ্যমে অসা¤প্রদায়িক দেশ গড়তে নিরলস সাধনা করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি