শংকর মঠ ও মিশন মহানগর শাখার সভা

246

শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর রহমতগঞ্জস্থ কার্যালয়ে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম জন্ম উৎসব উদ্যাপন উপলক্ষে সাধারণ সভা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ঐতিহ্যবাহী জেএম সেন হল প্রাঙ্গনে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জন্ম উৎসব উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন সীতাকুÐ শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শংকর মঠ ও মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী জগদীশশ্বরানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন রনধীর ঘোষ রায়, রনজিৎ কুমার মলি­ক, সুলাল কান্তি চৌধুরী, ডা. বাসুদেব দাশ, সমীর কান্তি পাল, ইঞ্জিনিয়ার অমল কান্তি চৌধুরী, অনুপ রক্ষিত। শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজিত পাল, অজিত কুমার শীল, লায়ন দিলীপ কুমার শীল, মিন্টু পাল লিটু, মিন্টু শীল, কাজল কান্তি রায়, কাজল কান্তি শীল, তপন কান্তি চৌধুরী, অজয় দত্ত, কল্লোল কুমার বৈদ্য, চিন্ময় কুমার বৈদ্য, নুপুর দাশ প্রবীর, অর্পণ কুমার ধর, কাজল কান্তি রায়, মিলন চৌধুরী, দীপক দেবনাথ, জয়রাজ শীল, বৃষ্টি বৈদ্য, মুক্তি দাশ। সভায় উৎসবকে গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে লায়ন দিলীপ কুমার শীলকে অতিরিক্ত সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। এছাড়া আসন্ন উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। বিজ্ঞপ্তি