লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ডিজি টিম ভিজিট

6

বিপন্ন পরিবেশ রক্ষায় তথ্যবহুল ব্যাপক প্রচারণা হতে পারে এই মুহুর্তের সবচে বড়মাপের সেবা কর্মসূচি। ডিজি টিম কর্তৃক লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্স পরিদর্শন উপলক্ষে আয়োজিত সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এ কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন নাজমুল শাকেরের সঞ্চালনায় শুক্রবার লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে জেলা গভর্নরের নিয়মিত ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিদর্শন উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী, খাদ্য ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, চক্ষুশিবির এবং হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাহাঙ্গীর মিয়া, প্রবীন লায়ন লিডার ও রিজিয়ন চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এবং কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপন মল্লিক। আহব্বায়ক ও সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ হওয়া পরিদর্শন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম এমজেএফ, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য ও জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি।
প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী ও চিকিৎসাসেবা প্রার্থীর উপস্থিতিতে সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন তপন কান্তি দত্ত, লায়ন রাজিব সিনহা এমজেএফ, লায়ন মো. ইসমাইল চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, কাতালগঞ্জ স্কুলের সহকারী শিক্ষক মিসেস শাকিলা আকতার, মিসেস আফরোজ বেগম রুমি, ক্লাবের সহসভাপতি লায়ন বাবুল কান্তি লালা ও লায়ন রেবেকা নাসরিন, জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী, টেইল টুইস্টার লায়ন বাসুদেব সিনহা, ক্লাব ডিরেক্টর মহাদেব ঘোষ, লিটন কান্তি দত্ত, অনুপম মজুমদার, পি কে মজুমদার, রোমেনা সুলতানা, খোরশেদ আলম, হারুনুর রশীদ, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও নাজমুল হোসাইন আলেপ, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট নাফিজ মিনহাজ, লিও আবদুল্লাহ আলী আল হাসান, লিও শেখ মুনতাসির মামুন, লিও রানা চৌধুরী, লিও আহাসানুল শিকদার, লিও রামিসা বিনতে নাসির, লিও মাহমুদুন্নবী, লিও এমরান মেহেদী, লিও দিয়া, লিও উম্মে, লিও রূপালি, লিও সিয়াম, লিও তামান্না, লিও তোহা, লিও সোকরানা শবনম, লিও রুবি, রাইফ, রাহবার, রিদা প্রমুখ। বিজ্ঞপ্তি