লালদিয়ার চরে উচ্ছেদের প্রতিবাদ ন্যাপ নেতার

26

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১৪ দলের নেতা মিটুল দাশ গুপ্ত এক বিবৃতিতে স্বাধীনতার ৫০ বছর পূর্তির সময় চট্টগ্রাম বন্দরে লালদিয়ার চরে বসবাসরত নাগরিকদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী গৃহহীনদের নতুন ঘর করে দিয়ে ভূমিহীনদের পুনর্বাসন করছেন। অন্যদিকে চট্টগ্রামে লালদিয়ার চরে হাজার হাজার পরিবারকে যথাযথ পুনর্বাসন না করে উচ্ছেদ করে এক অমানবিক বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়া হয়েছে। তিনি চট্টগ্রামের উন্নয়নে মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল ও পেশাজীবীদের সমন্বয়ে একটি সর্বদলীয় পরামর্শ কমিটি গঠন এবং লালদিয়ার চরবাসীর পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। বিজ্ঞপ্তি