লামায় বিনামূল্যে গম বীজ ও আলু বিতরণ

31

তামাক চাষের বিকল্প হিসাবে বান্দরবানের লামা উপজেলায় ১৭০ জন কৃষককে বিনামূল্যে ২ হাজার ৯৭০ কেজি আলু ও গম বীজ প্রদান করেছে কারিতাস এগ্রা ইকোলজি প্রকল্প। এ উপলক্ষে গত সোমবার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংয়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, প্রকল্পের মাঠ সহায়ক থোইসাং, মিল্টন বিশ্বাস, প্রিয়াংকা ত্রিপুরা, গরি বিকাশ ত্রিপুরা ও অংথোয়াই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, তামাক চাষের বিকল্প হিসাবে সবজি চাষাবাদের জন্য উপকারভোগী ১৫০ জন কৃষককে ২ হাজার ৮৫০ কেজি আলু ও ২০জন কৃষককে ১২০ কেজি গম বীজ এবং নিরাপদ জৈব বালায় নাশক হিসাবে রসুন দ্রব্য বিতরণ করা হয়েছে, যা পরিবারের পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি আত্মসামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখবে। সকলকে তামাকের পরিবর্তে সবজি এবং গম চাষাবাদ করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কৃষকদের আহব্বান জানান প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার।