লাদাখ সীমান্তে ভারত-চীন নতুন উত্তেজনা

23

লাদাখ সীমান্তে চীনের বিরুদ্ধে ‘উসকানিমূলক পদক্ষেপের’ অভিযোগ এনে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ভারত। সে দেশের সরকারের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) শনিবার রাতে প্যাংগং টিএসও লেকের কাছে স্থিতাবস্থা নষ্ট করতে ‘উসকানিমূলক পদক্ষেপ চালায়’। তবে তা রুখে দিয়েছে ভারতীয় বাহিনী। ঘটনাটিকে ঘিরে ভারত-চীন সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে চুসুলে বৈঠকে বসেছে ভারত এবং চীনের কমান্ডার পর্যায়ের সেনা কর্মকর্তারা। নতুন করে যেন আর সমস্যা না বাড়ে, তা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২৯ আগস্ট রাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চীনের সেনার পেট্রোল দেখতে পায় ভারতীয় সেনা। ভারতের অভিযোগ, প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখÐে চীনের সেনা নতুন করে ঢোকার চেষ্টা করছিল। ভারতীয় সেনা জওয়ানরা পিপলস লিবারেশন আর্মিকে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে দাবি করেছে সেনা সূত্র। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গালওয়ান সংঘর্ষের পর লাদাখ সীমান্তে দুই পক্ষই বিপুল পরিমাণ সেনা সমাবেশ ঘটিয়েছে। লে বিমানবন্দরে তৈরি রয়েছে যুদ্ধবিমান। বেশ কিছু দিন স্ট্যান্ডঅফের পরে দুই পক্ষই সীমান্ত থেকে সৈন্য পিছিয়ে নিতে রাজি হয়। তবে প্যাংগং ও গোগরা হটস্প্রিং অঞ্চল নিয়ে বিতর্কের অবসান হয়নি।