লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার বিক্রি ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

2

লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। গতকাল বুধবার বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম অভিযান শেষে এ মামলা করা হয়। অভিযানে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) আশিকুজ্জামান ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
প্রতিষ্ঠানগুলো হল- পাহাড়তলীর আব্দুল্লাহ ফুড অ্যান্ড বেভারেজ, মেসার্স মালেক এন্টারপ্রাইজ, হালিশহর বি ব্লকের পিয়াস এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ফ্যামিলি ওয়াটার সাপ্লাই।
বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী কান্ত দাস জানান, নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।