লঙ্কানদের উড়িয়ে লিড ভারতের

21

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যার ফলে তিন ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধান।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বিপরীতে স্বাগতিকদের ম্যাচ জিততে লেগেছে ১৭.৩ ওভার, পড়েছে মাত্র ৩টি উইকেট।
১৪৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭১ রান যোগ করেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। বেশি আক্রমণাত্মক খেলা রাহুল আউট হন ৩২ বলে ৪৫ রান করে। এরপর শিখর ধাওয়ান ২৯ বলে ৩২ ও শ্রেয়াস আইয়া ২৬ বলে ৩৪ রান করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। অধিনায়ক কোহলি ১৭ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন।
এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আমন্ত্রণে টস হেরে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা।
আভিশকা ১৬ বলে ২২, গুনাথিলাকা ২১ বলে ২০ ও কুশল করেন ২৮ বলে ৩৪ রান।