লকডাউন কার্যকর করতে সিডনিতে সেনা মোতায়েন

15

 

করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরন মোকাবেলায় বৃহত্তম শহর সিডনিতে জারি করা লকডাউন কার্যকর করতে শত শত সেনা মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। গত জুন মাসে ডেল্টা ধরন শনাক্ত হয় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে। ডেল্টায়সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার এবং মারা গেছে ৯ জন। বিবিসি জানায়, সোমবার থেকে অস্ত্র ছাড়াই টহল শুরু করবে সেনারা। তবে তার আগে অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্সের এই সেনারা সপ্তাহান্তে প্রশিক্ষণ নেবে। সেনা মোতায়েন জরুরি ছিল কিনা তা নিয়ে সিডিনিতে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন অনেকে।
সেনা নামানোকে বাড়াবাড়ি বলেই মনে করছেন তারা। সিডনিতে শুরু হওয়া লকডাউন শেষ হবে আগামী ২৮ অগাস্ট। এর বিধিনিষেধের আওতায় বাসিন্দাদের খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যেতে মানা করা হয়েছে এবং মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু লকডাউনের পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও সিডনিতে সংক্রমণের বিস্তার ঘটেই চলেছে। কর্মকর্তারা গত শুক্রবারেই শহরে নতুন ৭০ জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন।