লংগদুতে সীপকস, রাজনগর শাখার শীতবস্ত্র বিতরণ

14

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭বিজিবি) জোনের সহযোগিতায় সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) রাজনগর উপ-শাখার আয়োজনে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজনগর বিজিবি জোন ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে অসহায়, পাহাড়ি- বাঙালি, দুুুই শতাধিক নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে সীপকস। এসময় সীপকস, রাজনগর উপ-শাখার সাধারণ সম্পাদিক ফারহানা করিম মুনমুন, ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
আরও উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো.সাকিল, সীপকস উপ-শাখার সমন্বয়কারী অফিসার সহ, অন্যান্য অফিসার এবং বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ। অধিনায়ক লে.কর্নেল সাকিল বলেন, বিজিবি সর্বদা সাধারণ জনগণের পাশে আছেন এবং থাকবেন। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছে। এছাড়াও রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক স্থানীয় জনসাধারণের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) আশ্বাস প্রদান করেন।