লংগদুতে করোনার টিকাদান কর্মসূচি

10

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে ১২ বছর অনূর্ধ শিক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীন। গত ১৬ জানুয়ারি লংগদু উপজেলা সদরে রেস্ট হাউজে এ টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়। ইউএনও মাইনুল আবেদীন জানান, শুরুতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজাররে অধিক শিক্ষার্থীকে তিন দিনে করোনা টিকা প্রদান করা হবে। উদ্বোধনের প্রথম দিনে ১ হাজার ২শ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। উদ্বোধনের সময় উপজেলা স্বাস্হ‍্য ও প.প. কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর, স্বাস্থ্য পরিদর্শক পুতুল বিকাশ চাকমা, সিনিয়র স্টাফ নার্চ মাহফুজা আক্তারসহ স্বাস্থ্য কর্মীগন ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। লংগদুতে টিকা সরবরাহের ব্যাপারে আন্তরিক সহযোগিতা ও সহায়তা দানের জন্য রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা এবং প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য রাঙামাটি জেলা পরিষদ সদস্য আছমা আক্তার ও আব্দুর রহিম সহ লংগদু ইউএনও মাইনুল আবেদীন ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।