রোটার‌্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র প্রেসিডেন্ট হলেন জিয়া উদ্দিন

10

 

প্রথম বাংলাদেশী হিসেবে সাউথ এশিয়ান প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার। ভারতের ম্যাঙ্গেলোরে গত ২৫ শে জুন আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন জিয়া উদ্দিন হায়দার। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর ২০২২-২৩ রোটারি বর্ষের কার্যকরী পর্ষদ দায়িত্ব গ্রহণ করে। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রায় ২০০ জন রোটারি ও রোটার‌্যাক্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর ২০২২-২৩ বর্ষের প্রেসিডেন্ট পিডিআরআর জিয়া উদ্দিন তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রাবি বাদলামানি। উপস্থিত ছিলেন রোটারি জোনাল এম্বাসেডর ইয়াতিস, সাউথ এশিয়া এমডিয়াইও এর বিদায়ী প্রেসিডেন্ট আর্তি গোস্বামী, প্রোগ্রাম চেয়ারম্যান পিডিআরআর জ্যাকসনসহ ডিআরআর এবং পিডিআরআর বৃন্দ।
বাংলাদেশ থেকে রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর ও আগামীবছরের রোটার‌্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও-এর ট্রেজারার মোহাম্মদ আব্দুল আহাদ এবং ডিআরআর নমিনি শরীফুল ইসলাম অপু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি