রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ওরিয়েন্টেশন

16

 

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম এর সভাপতিত্বে গতকাল চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় নতুনদের আদর্শ রোটারিয়ান হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় ও রোটারির কর্মকাÐ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন, ক্লাব পরিচালক ড. আয়েশা আফরিন, ট্রেজারার ইকরাম পাশা, সদস্য মো. দিদারুল আলম, সৈয়দা কামরুন নাহার সুমি, মো. জামাল উদ্দিন সিকদার, সৈয়দা সেলিনা সরোয়ার, মো. মিজানুর রহমান আপন, শারমিন জাহান চৌধুরী, তাসিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, রোটারি সমগ্র বিশ্বে মানবিক সংগঠন হিসেবে বিভিন্ন কর্মকাÐের মাধ্যমে আপামর মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। রোটারি ইন্টারন্যাশনাল পোলিও টিকার পৃষ্ঠপোষকতার কারণে আজ বিশ্বে সমাদৃত। গেøাবাল গ্র্যান্ডের মাধ্যমে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে রোটারিয়ানরা মানুষের পাশে দাঁড়িয়েছেন যা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন সদস্যরাও যেন এ ধরনের কাজে সক্রিয় ভ‚মিকা পালন করতে পারে তার আহ্বান জানিয়ে সভা শেষ করা হয়। বিজ্ঞপ্তি