রেলের ৩৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

7

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলী পুলিশ ফাঁড়ি মোড়ের সেইল ডিপো এলাকায় ৩৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। এতে প্রায় এক দশমিক ১ একর ভূমি উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, অভিযানে সেমিপাকা, পাকা ও টিনশেডের ৩৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব জায়গা দখলে ছিল প্রায় এক হাজার ৫০ জন অবৈধ দখলদার। উচ্ছেদকালে সিএমপি, খুলশী থানা, আকবরশাহ থানা, ভূ-সম্পত্তি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জেলা প্রশাসন ও আরএনবির লোকজন ছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিম বলেন, দিনভর অভিযান চালিয়ে পাহাড়তলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেইল ডিপো এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। দখলদাররা সেখানে প্রায় এক দশমিক ১একর জায়গা দখলে নিয়ে ৩৬২টি অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল।