রেলওয়ে ডিপোর সীমানা প্রাচীর ভেঙে পড়েছে পাহাড়তলীতে

6

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলী রেলওয়ে পূর্বাঞ্চলের নিউ স্টোর ডিপোর সীমানা প্রাচীর ভেঙে গেছে। অতিবৃষ্টির ফলে দেওয়ালের গোড়া থেকে মাটি সরে এ ভাঙনের সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে অরক্ষিত হয়ে পড়েছে নিউ স্টোর ডিপোর কোটি কোটি টাকার মালামাল। বিষয়টি পূর্বদেশকে নিশ্চিত করেন নিউ স্টোর ডিপোর প্রধান সহকারী বেদার উদ্দিন।
গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেইট এলাকায় অবস্থিত ওই সীমানা প্রাচীরের প্রায় ৩০ ফুট অংশ ধসে যায়।
নিউ স্টোর ডিপোর প্রধান সহকারী বেদার উদ্দিন বলেন, সীমানা প্রাচীরের বিভিন্ন স্থান ধসে গেছে। আগেও কিছু স্থানে ধসে গিয়েছিল। সে সময় টিন দিয়ে ঘেরাও দেওয়া হয়েছিল। দেয়ালের বিকল্প হিসেবে টিন দেওয়া হলে নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে প্রায় ৩০ ফুট দেয়াল ধসে যায়। এতে রেলওয়ের কোটি কোটি টাকার মালামাল অরক্ষিত হয়ে যায়। আগেও সীমানা প্রাচীর মেরামত করার জন্য বহুবার রেলওয়ে প্রকৌশল দপ্তরকে চিঠি দেয়া হয়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।