রেড ক্রিসেন্ট বিদেশী কারাবন্দিদের হাইজিন কিট্স বিতরণ

15

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির পারিবারিক পুনঃ যোগাযোগ স্থাপন (আরএফএল) কার্যক্রমের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত¡াবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদেশী বন্দিদের াঝে গত ২০ ডিসেম্বর হাইজিন কিট্স বিতরণ করা হয়। সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য রাশেদ খান মেনন, বিশিষ্ট সমাজসেবক মকসুদ আহম্মদ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইলহক চৌধুরী ফয়সাল, ডেপুটি জেলার মাজহারুল ইসলাম, ডেপুটি জেলার মোঃ আবু সাদ্দাত এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব সদস্যবৃন্দ। পুরুষ ৪০ জন, মহিলা ৫ জন বিদেশী বন্দিদের মাঝে জুতা, গেঞ্জি, লুঙ্গি, সুয়েটার, টুথব্রাশ, টুথপেস্ট, টুথ পাউডার, গামছা, সাবান এবং মহিলাবন্দিদের মাঝে তোয়ালে, সুয়েটার, জামা, সেলোয়ার, টুথব্রাশ, টুথপেস্ট, টুথ পাউডার, জুতা, সাবান ইত্যাদি হাইজিন কিট্স হিসেবে বিতরণ করা হয়।