রূপালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

9

 

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে ‘সিবিএস’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গত ১৮ জুন নগরীর ও আর নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলন কক্ষে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান ও ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ শাহজাহান চৌধুরী কর্মশালায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তাদেরকে উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি কোর ব্যাকিং সলিউশন (সিবিএস) এর মাধ্যমে গ্রাহকদের দোর গোড়ায় পৌঁছতে হবে।এজিএম সৈয়দ মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক সোহরাব হোসেন (এসপিও) সহ ৫৮টি শাখা হতে আগত শাখা ব্যবস্থাপক, বিভিন্ন নির্বাহী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ভবন শাখা, আগ্রাবাদ, চট্টগ্রাম এর দ্বিতীয় কর্মকর্তা (প্রিন্সিপাল অফিসার) শেখ ফজলুল করিম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।