রাসুলের মহানুভবতা বিশ্বকে বিমোহিত করেছে

71

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, রাসুলে করিম (স.) পৃথিবীতে বিশেষ কোন জাতি হোষ্টি বা ভুখন্ডের জন্য প্রেরিত হননি। তিনি নিখিল বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি কখনো কঠোর বা চরমপন্থীও ছিলেন না। তিনি ছিলেন কোমল হৃদয়ের ও উদার মনোভাবাপন্ন। তিনি অমুসলিমদের প্রতি দয়ার্দহৃদয় ও উদারতার যে দৃষ্টান্ত রেখেছেন তা সত্যিই গোটা বিশ্বকে বিমোহিত করে তুলেছেন। কারণ উদারতা ও সহ মর্মিতাই হচ্ছে ইসলামের মহান ভূষণ। মাওলানা মামুনুর রশীদ নূরী সম্প্রতি চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া জরিনা কলোনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল উপলক্ষে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান আলোচকের আলোচনায় উপরোক্ত কথা বলেন। নালাপাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এম সাইফুদ্দিনের তত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা এডভোকেট মাজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান চৌধুরী, মফিজুর রহমান, আলহাজ্ব গোলাম নবী পলাশ, আবুল মনছুর ও মোহাম্মদ ইউনুস প্রমুখ। মাহফিলে ওয়াজ করে শাহ মীরপুর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা হাফেজ মিনহাজ প্রমুখ। প্রধান মেহমান আলো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানুভবতার ভিত্তিতে পারস্পিরিক সম্পর্ক স্থাপন করা ইসলামের স্বার্বজনীন নীতি। ইসলাম হচ্ছে মানবতাবাদী ধর্ম। বিজ্ঞপ্তি