রাবেত্বায়ে উলামায়ে সুন্নাতের ইমাম আযম কনফারেন্স

103

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, পশ্চিমারা মুসলমানদের সন্ত্রাসী ও ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। পশ্চিমা নেতাদের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে সারাবিশ্বে এক ধরণের ইসলামফোবিয়া বা ইসলাম বিদ্বেষের সৃষ্টি হয়েছে। এ ইসলামফোবিয়ার দরুণ মুসলমানরা বৈশ্বিক সন্ত্রাসের শিকার হচ্ছে। রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত উদ্যোগে গত ৬ এপ্রিল শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে ইমাম আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রতিষ্ঠান আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমী। উদ্বোধক ছিলেন পীরে তরীকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দোল্লাহ। রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের মহাসচিব মাওলানা ইকবাল হোছাইন আলকাদেরীর সঞ্চালনায় কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। বিভিন্ন বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নেন আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ছৈয়দুল হক ছৈয়দ কাজেমী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম তাহেরী, মাওলানা মুহাম্মদ সরওয়ার কামাল আলকাদেরী, মাওলানা মুক্তার আহমদ রেজভী, মাওলানা সৈয়দ মুহাম্মাদ হাছান আযহারী, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী। প্রধান আলোচক আল্লামা নঈমী বলেন, যুগ যুগ ধরে চর্চিত ইসলামী আচার-অনুষ্ঠানের বিকৃতি ঘটিয়ে মুসলমানদেরকে ঈমান-আক্বিদাচ্যুত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে পথহারা মাযহাব বিরোধী মহল। সালাফি তথা আহলে হাদিস নামে কথিত ইসলামপন্থী উপদল বিশুদ্ধ হাদিসগুলোর ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে মুসলমানদের বিভ্রান্ত ও ঈমানহারা করছে। সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ সৈয়দ অছিয়র রহমান বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরির প্রচেষ্টা ঐতিহাসিক সত্য। যুগ যুগ ধরে এ প্রচেষ্টা চলে আসছে।
মুসলমানদের সংহতি ও ঐক্য নষ্ট করতেই তারা বিভ্রান্ত আক্বীদা প্রচার করছে বলে বক্তারা মন্তব্য করেন। কন্ফারেন্সে বক্তারা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির এই চক্রান্ত রুখে দিতে সমন্বিত প্রয়াসের আহবান জানান। কন্ফারেন্সে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইউনুছ রেজভী, মাষ্টার মুহাম্মাদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মুহাম্মদ শাকুর মিয়া, সৈয়্যদ মুহাম্মদ আবু আজম, মুহাম্মাদ ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মাদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ আবু জাফর হেলালী, মাওলানা মুহাম্মাদ সোহাইল উদ্দীন আনছারী,মাওলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান আলকাদেরী,মাওলানা মুহাম্মাদ এনাম রেজা, মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম,মাওলানা মুহাম্মদ এমরান হাসান কাদেরী,মাওলানা নুর মিয়া,মাওলানা মুহাম্মদ শওকত হোসেন রেজভী,মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী,মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিচ, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মাওলানা রায়নানুল ইসলাম কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহর বাহাদুর, মাওলানা মুহাম্মদ শাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা মুহাম্মদ গিয়াস কাদেরী, মাওলানা মুহাম্মদ ইমরান, মাওলানা গাজী মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তাফা প্রমুখ। বিজ্ঞপ্তি