রাঙ্গুনিয়া সেবাশ্রমের বার্ষিক সভা

21

রাঙ্গুনীয়া শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা গত ২৭ মে আশ্রম প্রাঙ্গণে সহ-সভাপতি দীলিপ কুমার দে’র সভাপতিত্বে ও সহ সম্পাদক সত্যপদ দে’র উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রমের সহ সাধারণ সম্পাদক তাপস হোড়, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগীয় প্রধান ড. উজ্জ্বল কুমার দেব, অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, আশ্রম সদস্য পরিমল দে, ইউপি সদস্য অভিজিত দে অভি। স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক ডা. নির্মল কান্তি দাশ। বার্ষিক আয়-ব্যয় হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক সুজিত কুমার দে। বক্তব্য দেন ডা. নিতীশ চক্রবর্ত্তী, ডা. সমীর কুমার দে, ডা. ত্রিদীপ কুমার দে, প্রকৌশলী অজয় কুমার দে, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সৌমেন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক চন্দন দত্ত, ডা. কনোজ দত্ত, ছোটন দে, সুজন কর, বিপ্লব নাগ, শ্রীকান্ত দে প্রমুখ।
বক্তারা বলেন, ঠাকুর রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দ-মা সারদা দেবীর জীবনাদর্শ মেনে চললে জীবন সার্থক ও সুন্দর হবে। পরে সর্বসম্মতিক্রমে সমাজসেবক তড়িৎ কান্তি সেনকে সভাপতি, সৌমেন চক্রবর্ত্তীকে সম্পাদক, সত্যপদ দে’কে অর্থ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি