রাঙ্গুনিয়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

15

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ১৩ সহস্রাধিক ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে। গত আগস্টের শুরু থেকে চতুর্থ ধাপে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কার্ডধারী একটি পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা এবং এক কেজি মসুর ডাল ৬৫ টাকা করে রাখা হচ্ছে। এদিন বেতাগীর ৬৯০ জন কার্ডধারী পরিবার পেয়েছেন সুলভ মূল্যের এই পণ্য। ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, আগের দিন মাইকিং করে ইউনিয়ন জুড়ে প্রচারণা চালানো হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে রাঙ্গুনিয়ার এতো বিশাল সংখ্যক মানুষ ফ্যামিলি কার্ড পেয়েছেন এবং সুলভ মূল্যে পণ্য পেয়ে স্বস্তী প্রকাশ করছেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী বলেন, রাঙ্গুনিয়ায় ১৩ হাজার ৩০০ জনেরও বেশী নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারীরা টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি’র নিয়োগপ্রাপ্ত ডিলারগণ নিয়ম করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে স্থানীয় জনপ্রতিনিধিদের স¤প্রক্ত করে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চালাচ্ছেন। সুষ্ঠুভাবে টিসিবি’র পণ্য বিক্রিতে উপজেলা প্রশাসন সার্বিক সহায়তা করে যাচ্ছে।