রাঙ্গুনিয়ায় নারী উন্নয়ন মেলা

39

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুইদিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, তথ্যসেবা কর্মকর্তা রোকসানা নারগিস, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চৌধুরী, কারিতাসের কর্মকর্তা জসিম উদ্দিন, গৌরি ভট্টাচার্য্য, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।

রাঙ্গুনিয়ায় গাজী শেরে বাংলা (র)
স্মৃতি সংসদের শিক্ষাসামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আল্লামা গাজী শেরে বাংলা (র) স্মৃতি সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গত ৮ মার্চ বিকালে শিক্ষা সামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা, চাউল বিতরণ ও কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। প্রকৌশলী মুহাম্মদ সাইফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন।
সোহেল নোমান ও ইয়াছিন আরফাত রাহুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুচ, ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নবীর হোসেন তালুকদার, আলমগীর রানা, মুহাম্মদ হাসেম, সাংবাদিক মোস্তফা ইউসুফ, যুবলীগ নেতা কুসুম তালুকদার, মঈনুদ্দীন মহির, দুদু মিয়া, মোবারক আলী, মাস্টার বিমল শীল, মো. সিরাজ প্রমুখ।

রাঙ্গুনিয়ায় অবৈধ
স্থাপনা উচ্ছেদ
রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় নির্মানাধীন কয়েকটি অবৈধ কাঁচা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গত ৮ মার্চ সকাল ১১টার দিকে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এসব স্থাপনা উচ্ছেদ করেন।
আদালতকে সহযোগিতা করেন নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার(ভূমি) পূর্বিতা চাকমা। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে সড়কের পাশে এসব স্থাপনা করা হয়েছে। সকালে খবর পেয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়।

রাঙ্গুনিয়ায় ৮শ
লিটার মদসহ
পিকআপ জব্দ
রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় পাচারকালে ৮ শ লিটার চোলাই মদসহ গাড়ী জব্দ করেছে পুলিশ। গত ৮ মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে রাজা নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মধ্য ঘাগড়া এলাকায় অভিযান চালানোর খবর পেয়ে মদসহ গাড়ি রেখে পালিয়ে যায় চালক। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, গোপন সংবাদে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ শ লিটার চোলাই মদসহ সাদা একটি পিক্আপ (চট্টমেট্রো-ন-১১-৬৫৭৪) রেখে চালক পালিয়ে যায়। পুলিশ এই সময় পুরো এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।