রাঙ্গুনিয়ায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় সরকারিভাবে বোরো মৌসুমের অভন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ২৫ মে উপজেলা প্রশাসন ও খাদ্য গুদামের যৌথ আয়োজনে উপজেলা খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করা হয়। ফিতা কেটে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবর্তী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোরশেদুল আলম, উপজেলা চালকল মালিক শিল্প সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ। এবার উপজেলায় ৩৯ টাকা কেজি দরে ১ হাজার ২শ ৫৪ মেট্টিক টন চাল ও ২৭ টাকা কেজি দরে ১ হাজার ৩ মেট্টিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। রাঙ্গুনিয়ায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। কৃষি অফিস থেকে দেয়া তালিকাভুক্ত প্রতিজন কৃষক ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩০০০ কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। লাইসেন্স প্রাপ্ত মিলার থেকে চাল সংগ্রহ করা হবে।