রাঙ্গুনিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি

6

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত নতুন বিধিনিষেধের মধ্যেও রাঙ্গুনিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। টিসিবির ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম চালানো হচ্ছে। সম্প্রতি উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিহাটে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালানো হয়েছে। এদিন বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, ইউপি সদস্য আবু তাহের প্রমুখ। টিসিবির পরিবেশক মেসার্স জমির এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মো. জমির বলেন, রমজানের এক সপ্তাহ পূর্ব থেকে সরকার নির্ধারিত সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এখন পর্যন্ত উপজেলার কোদালা, শিলক, সরফভাটা, মরিয়নগর, পোমরা ও পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারে বিক্রি কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুসারে উপজেলার প্রতি ইউনিয়নে এ বিক্রি কার্যক্রম চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পবিত্র রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়াতেও টিসিবির পণ্য বিক্রয় চলছে। প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকে উপজেলার বিভিন্ন স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে। জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে সরকারি বিপণন সংস্থা টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে বলেও তিনি জানান।